মুহতারাম!
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
** আপনার কলিজার টুকরো সন্তানকে দারুল ইরফান একাডেমিতে ভর্তি করিয়ে দ্বীনি শিক্ষায় আপনার সন্তানের প্রতি দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
** সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
** আগামীকাল ১ জানুয়ারি ২৬ বৃহস্পতিবার সকাল দশটায় নার্সারিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও সবক দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
** পুরাতন ছাত্রদের ভর্তির শেষ সময় ৫ জানুয়ারি ২৬
** ৫ জানুয়ারি ২৬ সোমবার হতে সকল শ্রেণির শিক্ষা কার্যক্রম চলবে ইনশাআল্লাহ
* ক্লাস সময়*
## প্রাত: শাখা – ৮.৩০- ১১.০০ টা
* দিবা শাখা *
## ১১.৪৫ থেকে ২.৪৫ পর্যন্ত।
( এটি সাময়িক সময়সূচী। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সময় অনুযায়ী শ্রেনী কার্যক্রম চলবে ইনশাআল্লাহ)
** সকল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের ড্রেস কোড মেনেই প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে। এক্ষেত্রে কোন প্রকারের শিথিলতা গ্রহণযোগ্য নয়।
** আগামীকাল পহেলা জানুয়ারি থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে সরকার প্রদত্ত নতুন বই প্রদান করা হবে।
** ভর্তি রশিদ প্রদর্শন করে লাইব্রেরী থেকে বই সংগ্রহ করতে হবে।
** সরকার প্রদত্ত বইয়ের বাইরের সিলেবাসভুক্ত বইগুলো একাডেমীর লাইব্রেরী থেকে অথবা যে কোন লাইব্রেরি থেকে ক্রয় করতে পারবেন।
** সমুদয় খাতা প্রতিষ্ঠানের লাইব্রেরী থেকে ক্রয় করতে হবে।
** আপনার সন্তানের বিষয়ে যে কোন মতামত, পরামর্শ শ্রেণি শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের সাথে সরাসরি যোগাযোগ করবেন
** শ্রেণি শিক্ষকের নাম,মোবাইল নাম্বার প্রত্যেক অভিভাবক সংরক্ষণ করবেন।
** বছরের শুরুর দিন থেকে আপনার সন্তানের প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করবেন।
** অনুপস্থিত প্রত্যেক দিনের জন্য ২০ টাকা হারে জরিমানা কার্যকর হবে।
** মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমাদের সকল তৎপরতা তাঁর দ্বীনের জন্য কবুল করুন ।আমীন।
ধন্যবাদান্তে
মোহাম্মদ কেফায়েত উল্লাহ।
অধ্যক্ষ
দারুল ইরফান একাডেমি,
চাদগাঁও, চট্টগ্রাম।
০১৮১৪ ৩৯ ৪৪ ৮৯


