Principal Message

অধ্যক্ষের বাণী…

Kafait Ullah

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
চট্টগ্রামের বুকে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী এক শিক্ষা প্রতিষ্ঠানের নাম দারুল ইরফান একাডেমি। যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি অত্র অঞ্চলের দ্বীনদার ও সচেতন মহলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সাইয়েদ মোহাম্মদ আনোয়ার হোসাইন জাবেরী আল মাদানী।

বর্তমানে প্রতিষ্ঠানটির একাডেমিক বিভাগের পাশাপাশি রয়েছে স্বতন্ত্র মহিলা মাদরাসা, নূরানী বিভাগ ,মাদানী নিসাব ও মহিলা হিফজ বিভাগ ।উক্ত বিভাগ সমূহে প্রায় ১০০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে ।মানবিক বিভাগের পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানে রয়েছে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিভাগ। এতে রয়েছে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১২ টি ক্লাস।

উক্ত প্রতিষ্ঠানে কোরআন ও হাদিসের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রতি রয়েছে বিশেষ নজর। হামদ,নাত ইসলামী সংগীত ,অংকন, ক্যালিওগ্রাফি, ডিবেট, আরবি ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা, হাদিস মুখস্হ , আসমাউল হুসনা মুখস্হ ইত্যাদি এক্সট্রা কারিকুলাম এর মাধ্যমে একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়া হয়। বার্ষিক খেলাধুলা ও শিক্ষা সফরের মাধ্যমে একজন শিক্ষার্থীর মানসিক উৎকর্ষ সাধনে অনন্য ভূমিকা পালন করে উক্ত একাডেমি।

প্রায় শতাধিক শিক্ষক কর্মচারী উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছেন। একদল নিষ্ঠাবান স্বেচ্ছাসেবী পরিচালনা কমিটির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। উক্ত প্রতিষ্ঠানে রয়েছে কম খরচে উন্নত আবাসিক সুবিধা। শিতাতপ নিয়ন্ত্রিত রুমে চলে হিফজুল কোরআন ক্লাস ।সিসি ক্যামেরা সমৃদ্ধ একাডেমিক ক্লাসরুম। এতে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ।ছাত্রীদের জন্য নিরাপদ দ্বীনি পরিবেশ।
আপনার সন্তানকে দ্বীনি ও আধুনিক শিক্ষা দান করে দুনিয়া ও আখেরাতের একজন সফল মুসলিম হিসেবে গঠন করার মানসে উক্ত প্রতিষ্ঠানে নির্ধিধায় ভর্তি করাতে পারেন।

আমরা আমাদের প্রচেষ্টা ,আন্তরিকতা ও ইখলাস দিয়ে আপনার সন্তানকে গঠন করার প্রত্যয় ব্যক্ত করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

মোহাম্মদ কেফায়েত উল্লাহ
অধ্যক্ষ
দারুল ইরফান একাডেমি,
চাঁদগাঁও চট্টগ্রাম।
০১৮১৪৩৯৪৪৮৯