শিক্ষা কার্যক্রম
এখানে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে উন্নতমানের পাঠ্যসূচী অনুসৃত হয়। দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে গঠিত কারিকুলাম অনুযায়ী পাঠ্যসূচী প্রণীত। আরবী ও ইসলামী শিক্ষার জন্য মুসলিম বিশ্ব ও মাদরাসা শিক্ষা বোর্ডের পাঠ্যসূচী অনুসৃত। ইংরেজি ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও আধুনিক বিশ্বের বিভিন্ন পাঠ্য সূচী অনুসরণ করা হয়। এছাড়াও পাঠ্যসূচীর পাশাপাশি নৈতিক, শরীরচর্চা ও সাংস্কৃতিক বিষয়াবলী এবং আমল-আখলাকের প্রতি অত্যাধিক গুরুত্ব প্রদান করা হয়।
একাডেমিক কার্যক্রম
জন্মলগ্ন হতে এ প্রতিষ্ঠান লালন করে আসছে কিছু ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য। সে গুলো আজ আমাদের ঐতিহ্য।
- যোগ্য শিক্ষকমন্ডলী ও নিরন্তর শিক্ষক প্রশিক্ষণ
- অভিজ্ঞ ও স্বেচ্ছাসেবী পরিচালনা পষিদ
- শ্রেণিতে পাঠ প্রস্তুতির প্রচেষ্ঠা
- পাঠ পরিকল্পনা গ্রহণ ও অনুসরণ
- স্বপ্ন খরচে উন্নত আবাসিক ব্যবস্থা
- খেলাধুলা, অঙ্কন ও সাংস্কৃতিক বিষয়ে গুরুত্ব প্রদান
- English & Arabic Spoken Classes
- Computer Based Education
- শিক্ষা উপকরণসহ সমৃদ্ধ বিজ্ঞানাগার
- বিশুদ্ধ কুরআন শিক্ষা ও আমপারা হিফজকরণ
- সেমিষ্টার ভিত্তিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি
- ইসলামী অনুশাসন পালনে যত্নবান
- দ্বীনি শিক্ষার পরিবেশ সংরক্ষণ
- দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ১০০টি মসনুন দোয়া মুখস্থ করা
- হিফজুল হাদীসের ব্যবস্থা।
পাঠদান পদ্ধতি
দারুল ইরফান একাডেমিতে শিক্ষার্থীকে পাঠদানের ক্ষেত্রে অনুসরণ করা হয় বিভিন্ন কার্যকর ও উপযোগী পদ্ধতি:
- আধুনিক মনোবিজ্ঞানের আলোকে দ্বীনি পরিবেশে পাঠদান
- শিক্ষা উপকরণ ব্যবহার
- একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ
- পাঠদানে ইংরেজি ও আরবীকে গুরুত্ব প্রদান
- ব্যবহারিক ল্যাবে কম্পিউটার ক্লাসের ব্যবস্থা
- ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি গ্রহণ
- প্রতি ক্লাসে বাড়ির কাজ (HW) আদায়
- পাঠ ও শ্রেণির কাজ (CW) প্রদান এবং তা নিরীক্ষণ
- শিক্ষার্থীদেরকে মেধানুসারে মূল্যায়ন ও তত্ত্বাবধান
- অঙ্কন, সংগীত, শরীরচর্চা ও সাংস্কৃতিক ক্লাসের পৃথক ব্যবস্থা
শিক্ষক মন্ডলী
দারুল ইরফান একাডেমিতে কর্মরত সকল শিক্ষকÑশিক্ষিকাই নিজ নিজ বিষয়ে উন্নত একাডেমিক ক্যারিয়ারের অধিকারী এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। কুরআন, আরবী, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, কম্পিউটার ও সাংস্কৃতিক বিষয়ে রয়েছে বিভাগীয় ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।
শিক্ষক প্রশিক্ষণ
উন্নত বিশ্বের অনুসৃত বিজ্ঞানসম্মত পাঠদান পদ্ধতির সাথে পরিচিত ও অনুশীলন উপযোগী করে গড়ে তোলার জন্য একাডেমিতে কর্মরত সকল শিক্ষকদের নিয়ে প্রতি বছর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সৃজনশীল পাঠদান কৌশল ও শিশু মনোবিজ্ঞানের আলোকে পাঠদানের বিভিন্ন বিষয়ে শিক্ষকমন্ডলিকে প্রমিক্ষিত করে তোলা হয়।
পরীক্ষা পদ্ধতি:
পরিশীলিত ও বিন্যাস্ত পাঠ্যক্রমের আলোকে আমোদের পরীক্ষা পদ্ধতি সেমিস্টার ভিত্তিতে পরিচালিত হয়।
- প্রথম সেমিষ্টার (জানুয়ারি-এপ্রিল)
- দ্বিতীয় সেমিষ্টার (মে-আগষ্ট)
- তৃতীয় সেমিষ্টার (সেপ্টেম্বর-ডিসেম্বর)
- এর মধ্যে সাপআতহিক ও মাসিক টেষ্ট পরীক্ষা