




দারুল ইরফান একাডেমির দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন।
** দারুল ইরফান একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান২০২৬ অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে ক্রীড়া শিক্ষক মোঃ ইউসুফ এর পরিচালনায় ২৮ ও ২৯ জানুয়ারি চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক কল্যাণ সমিতির মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সেক্রেটারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুহাম্মদ এনামুল হক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ জনাব ডাক্তার গিয়াস উদ্দিন, দারুল ইরফান একাডেমীর চীপ কো অর্ডিনেটর বিশিষ্ট লেখক জনাব আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব হারুনুর রশিদ চৌধুরী, শহীদুল্লাহ তালুকদার, মাওলানা নাসির উদ্দিন প্রমূখ। হাজারো ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
এ বছর ৫৬ টি ইভেন্টে মোট ১৬৮ জন বিজয়ী কে পুরস্কৃত করা হয়।

