মহামারীতে দারুল ইরফান একাডেমির ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি নির্দেশনা

১. প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করবে। রাসূল (স.) বলেছেন- “মহামারীতে পতিত ব্যক্তি যখন ধৈর্যের সাথে ঘরে অবস্থান করবে সাওয়াবের প্রত্যাশায় এ বিশ্বাস নিয়ে যে, আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে, আল্লাহ তাকে শহিদের মর্যাদা দিবেন”-( আহমদ, ২৬১৩৯)

২. একান্ত প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয় তবে বের হওয়ার সময় নিম্মোক্ত দোয়াটি পড়বে- بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا با الله

৩. স্বাস্থ্যবিধি মেনে চলবে।

৪. পরিকল্পিতভাবে পরিবারের সকল সদস্য মিলে পবিত্র কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষে দোআ করবে।

৫. সোম ও বৃহস্পতিবারে রোযা রাখার চেষ্টা করবে।

৬. পাঁচ ওয়াক্ত সালাত ঘরেই জামাত সহকারে আদায় করবে।

৭. প্রত্যেক ফরয সালাতের পর নিম্মোক্ত দোয়াটি পড়বে। اللهم إني أعوذبك من البرص والجنون والجذام و سئ الأسقام.

৮. প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রতিদিন কমপক্ষে তিনঘন্টা পাঠ্যপুস্তক অধ্যয়ন করবে।

৯. সকলে সকলের জন্য দোয়া করবে। সর্বশেষ মহান প্রভুর কাছে কায়মনোবাক্যে এ বলে দোয়া করছি হে আমাদের প্রভু, আমাদেরকে আমাদেরদের অপরাধ, পাপ, অন্যায়-অবিচারের কারণে সেভাবে শাস্তির মুখোমুখি করিওনা যেভাবে পূর্ববর্তীদেরকে করেছিলে। বর্তমান করোনা ভাইরাসের মহাবিপদ থেকে আমাদেরকে হেফাযত করো, এ অবস্থায় আমাদেরকে সবরে জামিল দান করো, অসুস্থদেরকে সুস্থতা দান করো। حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير.

বি.দ্র- আগামী ০৯ এপ্রিল পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

অধ্যক্ষ
দারুল ইরফান একাডেমি চান্দঁগাও,
চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *