গত ১২ এপ্রিল বুধবার সকাল ১১.০০ ঘটিকায় চান্দগাঁও থানার উদ্যোগে চট্টগ্রামস্থ দারুল ইরফান একাডেমিতে অধ্যক্ষ মো: কেফায়েত উল্লাহর সভাপতিত্বে জনাব আলী আজমের পরিচালনায় জঙ্গীবাদ, ইভটিজিং, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) সি. এম. পি জনাব পংকজ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রাশেদুল হক, সেকেন্ড অফিসার জনাব এস আই জনাব ইয়াছিন ও জনাব সাইফুল আলম চৌধুরী, অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা, একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারী জনাব মুহাম্মদ সাহাব উদ্দিন, জনাব আলী আজম, মিসেস হাছিনা ইয়াছমীন, মুহাম্মদ ইউসুফ, হোসাইন কুতুবী, নূরশেদুল আলম প্রমুখ।
দারুল ইরফান একাডেমিতে অনুষ্ঠিত জঙ্গিবাদ,ইভটিজিং,মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন একাডেমির ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব মুহাম্মদ সাহাব উদ্দীন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জঙ্গীবাদ আজ ভয়াবহ রূপ ধারণ করেছে, এর বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা আরো বাড়াতে হবে”। ইভটিজিং ও মাদক বিষয়ে তিনি বলেন “কোথাও এ রকম কোন বখাটে লোক দেখলে প্রশাসনকে দ্রুত তথ্য দিতে হবে”। এক্ষেত্রে তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে। আমরা অপরাধিদের আইনের আওতায় নিয়ে আসব”। প্রধান অতিধি দারুল ইরফান একাডেমি কর্তৃপক্ষকে এরকম একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।