দারুল ইরফান একাডেমিতে মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ সাহেবের আগমন।
অদ্য ১৩ ডিসেম্বর২৫ শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমিতে পরিদর্শনে আসেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার মুহতারাম প্রফেসর ছালেহ আহমদ।
এ সময় তিনি অত্র প্রতিষ্ঠানের অফিসিয়াল নথিপত্র দেখেন।
** শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন।
** প্রতিষ্ঠানের কমিটির সাথে বৈঠকে মিলিত হন।
** একাডেমির শিক্ষা কার্যক্রম সহ যাবতীয় বিষয়ের খোঁজখবর নেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ।
** শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
এতে তিনি বলেন, বর্তমানে মাদ্রাসা শিক্ষিতরা দেশ এবং সমাজের কল্যাণে বিশাল অবদান রেখে চলেছে।
আমি নিজে একজন মাদ্রাসা শিক্ষিত হিসেবে গর্ববোধ করি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় মাদ্রাসা শিক্ষিতরাই নেতৃত্বে আসছে। মাদ্রাসার এক জন শিক্ষক হিসেবে আপনারা নিজেকে ধন্য মনে করতে পারেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোয়ালিটি শিক্ষা ছাত্রদের মাঝে বিতরণ করতে হবে। তিনি ইন্দোনেশিয়ার শ্রেষ্ঠ একটি মেডিকেল কলেজের উদাহরণ দিয়ে বলেন, উক্ত মেডিকেল কলেজে ভর্তি হওয়ার প্রথম শর্তই হলো হাফেজে কোরআন হওয়া।
** এতে আরো বক্তব্য রাখেন, একাডেমির অর্থ সম্পাদক মাওলানা মমতাজুর রহমান।,
আইডিএল গার্লস ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইউসুফ সানবী।
প্রতিষ্ঠান প্রধান মাওলানা কেফায়েত উল্লাহর পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ অর্থ সম্পাদক জনাব মোঃ হোসেন , চিফ কোঅর্ডিনেটর জনাব মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
১৩/১২/২৫![]()
![]()
![]()



